এম. আসাদ শ্যামনগর ব্যুরো ॥ গতকাল ২৪ নভেম্বর বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি সাতক্ষীরা জেলা কর্তৃক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায় সকাল দশটা থেকে সাতক্ষীরা সোনারগাঁ রেস্তোরায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ডেন্টাল হেলথ সোসাইটির অন্যতম উপদেষ্টা, তুফান কোং লিঃ এর চেয়ারম্যান ডাঃ আবুল কালাম বাবলা, প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগের সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি মোঃ গাউসুল আজম এবং খুলনা জেলা সভাপতি মোঃ সাহাব উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন মোঃ জুনায়েদ মাহমুদ, দিপংকর দাস, এনামুল হক মিন্টু, আসাদুজ্জামান নুর। আরো বক্তব্য রাখেন রাজিব ঘোষ, জাকির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবু সাঈদ সুমন এবং আশরাফুল আলম।