স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় আন্ত: ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিসিএস (পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল) ক্যাডারের সদস্য বৃন্দ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল বেলা ১১ টা সাতক্ষীরা আশাশুনি সড়কের সদর থানার সামনে সহকারী পরিচালক (সিসি) ডাঃ প্রবীর মুখার্জির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাঃ লিপিকা বিশ্বাস, ডাঃ মফিজুল ইসলাম, ডাঃ কানিজ ফাতেমা, ডাঃ পলাশ দত্ত, ডাঃ এ কে এম মইনুল ইসলাম, ডাঃ কেএম আতাহার আলী প্রমুখ। বক্তারা বলেন, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন করতে হবে। চিকিৎসকরা হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব। বিসিএস পরিবার পরিকল্পনা কারিগরি মেডিকেল সদস্যরাই পরিবার পরিকল্পনার অধিদপ্তর নিয়ন্ত্রণ করবে। এখানে বিসিএসে পরিবার পরিকল্পনা সাধারণ লোকের প্রয়োজন নেই। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।