স্টাফ রিপোর্টার \ ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মার্চ শনিবার সাতক্ষীরা জেলা মহিলা সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল দশটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক নাজমুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন প্রত্যেক ধর্মই নারীকে সম্মানিত করেছে। তাই নারীরা যাতে সামাজিকভাবে অবহেলিত, হেয় প্রতিপন্ন প্রতিহিংসার শিকার না হয় সেদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সমাজ ও রাষ্ট্রে নারীদের অসামান্য অবদান আছে। বর্তমান সময়ে যাতে তারা আরো এগিয়ে যেতে পারে এজন্য সকল বাধা প্রতিবন্ধকতা দূর করে তাদের চলার পথ সহজ মসৃণ করে দিতে হবে। নারীরা শুদ্ধতা, সরলতা ও ভালোবাসার প্রতীক। তাদেরকে ভালো রাখতে হবে ভালবাসতে হবে। সমাজে আর একটাও নারী নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, ধর্ষিত ও এসিড দগ্ধ না হয় আমরা সেই সমাজ ব্যবস্থা করতে চাই। একজন নারী কখনো সন্তান, কখনো বোন, কখনো স্ত্রী কখনো বা মা সুতরাং আমরা আপন মনে করে তাদের দিকে যদি কটু দৃষ্টিতে না তাকাই তাহলে সমাজ থেকে নারীর প্রতি সহিংস প্রবণতা দূর হবে। আমরা তাদের স্বাধীন মুক্তভাবে চলাফেরার উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিদ্যা, বুদ্ধি ও অর্থনীতিতে স্বাবলম্বী হতে পারে সে ব্যবস্থাও করতে চাই। এজন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম, সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা, সহকারী কমিশনার মোঃ শাহেদ হোসেন, সফল নারী স্বপ্না পারভীন, প্রিয়াঙ্কা বিশ্বাস, দুই বাঘিনী কন্যার সফল জননী মমতাজ খাতুন মিরা, জাফর সিদ্দিক, ফরিদা আক্তার বিউটি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল হতে উঠে আসা অদম্য সফল নারীরা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মী।