ষ্টাফ রির্পোটার।।সাতক্ষীরা ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে গতকাল ইংলিশ মিনি অলিম্পিয়াড এর দ্বিতীয় পর্বের পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নবারণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার),
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা বি এন পির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়া আমীর উপাধ্যক্ষশহীদুল ইসলাম মুকুল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহাদ্দিস মুহাম্মদ আবুল খায়ের, অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি কলেজের ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম, ডা. মো. রাশিদুজ্জামান, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট মনির উদ্দিন হোসেন, শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, শিক্ষক ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান, অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক ইমদাদুল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা শেখ মিফতাহউল জান্নাত।