স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। জয় মহাপ্রভু সেবক সংঘের আয়োজনে গতকাল বিকালে জেলা শহরের মায়ের বাড়ি মন্দির জেলা মন্দির সমিতি সভাপতি ও জয় মহাপ্রভু সেবক সংঘের এড সোমনাথ ব্যানার্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও সম্মানিত অতিথি সংরক্ষিত সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি,ফিতা কেটে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধাঃ সম্পাদক বিশ্বানাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধাঃ সম্পাদক দাস সনাতন চন্দ্র,সাধাঃ সম্পাদক নিত্যানন্দ আমিন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ সুশান্ত ঘোষ,সাধাঃ সম্পাদক দাস সনাতন চন্দ্র, সহ-সভাপতি দিলিপ চ্যাটার্জি,জেলা মন্দির সমিতির উপদেষ্টা সুকুমার দাশ,উপদেষ্টা বিনয় কৃষ্ণ ঘোষ,রায় দুলাল চন্দ্র সহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রায় অংশ নেন।