স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় গ্রাম ডাক্তার আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের আল কোরআন একাডেমি ভবনে গ্রাম ডাক্তার আর এমপি ওয়েল ফেয়ার সোসাইটির জেলা সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব মিজানুর রহমান ডবলুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা ফার্মাসিটিক্যাল লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রবিউল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজোনাল সেলস ম্যানেজার রবিউল ইসলাম, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সহ—সভাপতি গ্রাম ডাক্তার মাহবুবুর রহমান, সাতক্ষীরা আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আলহাজ্ব হাসান সিদ্দিকী লাভু প্রমূখ। এছাড়া আর এমপি ওয়েল ফেয়ার সোসাইটির জেলাও উপজেলা শাখার সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে রাফেল ড্র ডোরা অনুষ্ঠিত হয়েছে। রাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।