স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক, বালিকা (অনূর্ধ্ব—১৭)—২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু,জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, আখতারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান, আলতাফ হোসেন, আরাফাত হোসেন, শেখ মাসুদ আলী, এম ইদুজ্জামান ইদ্রিস, আসাদুজ্জামান আসাদ, ফজলুর রহমান, অলিউর রহমান প্রমুখ। উল্লেখ্য ফাইনাল খেলায় বালক পর্যায়ে কলারোয়া উপজেলা বনাম শ্যামনগর উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কলারোয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালিকা পর্যায়ে সদর ফৎউপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন আজাদ ও মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।