স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বেলা দুইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল, জেলা পরিষদের ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহনী তাবাসসুম প্রমূখ। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, আহত ও শহিদ পরিবারের সদস্যরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন সরকার গঠন সম্ভব হয়েছে। ছাত্ররা চাইলে সবকিছু সম্ভব। তার বাস্তব প্রমাণ এই সরকার। মূলত ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে পূর্বের সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। সব সময় দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, জেলায় আহত ও শহিদ পরিবারের ৯০ সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার এনডিসি প্রনয় বিশ্বাস।