স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় সাবেক সংসদ সদস্য মরহুম আ: জব্বার সাহেবের বাসভবনে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান বিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাকাতুল করিম পিটুল, কাজী আমিনুল হক, কামাল বিশ্বাস, আশিকুর রহমান বাপ্পি, আব্দুল কাদের, আবু তাহের, কাইমুজ্জামান, সাকিব জামান, রুমি প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি।
ক্যাপশন: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তব্য রাখছেন জাতীয় পার্টি সভাপতি শেখ আজহার হোসেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ।