স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। “ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যু ঝুকি কমায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার সকাল ৯ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে অতিথি হিসাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রাশেদুজ্জামান, জেলা ইপিআই সুপার আব্দুল বাকী, পৌরসভার সভার ইবাদুল ইসলাম প্রমুখ। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।