স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ টি—২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা স্ট্রেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্কার এ্যাডহক কমিটির সদস্য মো. জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আখতারুজ্জামান মুকুল, সাবেক নির্বাহী কমিটির সদস্য ও তুফান স্পোটিং ক্লাবের শেখ তানজিম কালাম তমাল, ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাফ হোসেন, জয়নুল আবেদীন জসি প্রমুখ। ফাইনাল খেলায় তুফান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ গণমুখী সংঘের অধিনায়ক রিপনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে গণমুখী সংঘ ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে তুফান স্পোর্টিং ক্লাব ১৯.২ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন তুফান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌফিক তুরাগ ও সাইফুল ইসলাম বাপ্পি। স্করার হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল করিম। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।