স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানার অপারেশন অফিসার সুশান্ত ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ডাঃ রাহুল দেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি, বিএনপি’র নেতা এড নুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাজমুল হাসান প্রমূখ। এছাড়া সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।