সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় তিনি বলেন, নিজেকে ফিট রাখতে হবে। ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভাল হল দৌড়। যদি সকালে দৌড়াতে পারেন তাহলে নিজেই ঠিক থাকবেন না বরং বিভিন্ন রকমের রোগের সঙ্গে লড়াই করতে পারবেন। তবে যারা প্রতিদিন দৌড়ান তাদের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আমিনুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, নিবার্হী ম্যাজিস্টে্রট পলাশ আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাইদুর রহমান শাহিন, আখতারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান, মোঃ আলতাফ হোসেন, শেখ মাসুদ আলী প্রমুখ। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রায় পাঁচ শতাধিক অংশগ্রহণ করেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোঃ নাহিদ ইসলাম, দ্বিতীয় মোঃ মিলন ঢালী, তৃতীয় শেখ দিসান হায়দার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্টে্রট আফরিন যে সিদ্দিকা ও খন্দকার আরিফ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com