স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আখতারুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন প্রমূখ। বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়া সম্ভব। আগামীর সম্ভাবনাময় দেশ গড়তে তরুণদের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক।