বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

এম আবু ইদ্রিস \ ধর্ষণের মত ন্যাক্কার জনক ঘটনার বিরুদ্ধে সারা দেশে ফুসে উঠছে ছাত্র—জনতা সহ সুশীল সমাজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, বিভিন্ন নারী অধিকার আন্দোলন কমিটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণকারীকে ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে দাঁড়িয়েছে। তার আলোকে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, কুশপুত্তলিকা দহনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। খুলনা রোড মোড়ে অবস্থান কর্মসূচি শেষে আরাফাত হোসাইন ও সুহাইল মাহদীনের নেতৃত্বে ছাত্ররা একটি মিছিল বাহির করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হাজির হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ছাত্রদের আশ্বস্ত করে বলেন সাতক্ষীরা জেলা পুলিশ ধর্ষণের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছে। ধর্ষণকারীরা যাতে ছাড়া না পায়, ছাত্রদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ধর্ষণকারী যেই হোক তাকে এক বিন্দুও ছাড় নয়। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com