স্টাফ রিপোর্টার \ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় গামছা পেচিয়ে এক সিপাহী আত্মহত্যা করেছে। রবিবার ভোর সাড়ে তিনটায় সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে একটি ভাড়া বাসায় ঘটে এ আত্মহত্যার ঘটনা। সিপাহী অনুপম কুমার ঘোষ (২৬) বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার দুর্গাপুর গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার সিপাহী নাম্বার—১২২২। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আক্তার মাহমুদ জানান, সিপাহী অনুমপম কুমার ঘোষকে সহকারি উপপরিদর্শক জাহিদ হাসান রবিবার ভোর সাড়ে তিনটার দিকে সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে না। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক সিপাহী অনুমপ কুমার ঘোষের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।