স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার)। তিনি বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডাঃ রোকেয়া আখতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেন প্রমুখ। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্য বলেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। দেহ মন সুস্থ রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহ মনকেই সুস্থ রাখে না বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। খেলাধুলা কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলাম জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তা, ও পুলিশ সদস্যরা। উদ্বোধনী খেলায় পুলিশ অফিস বনাম সদর সার্কেল অংশগ্রহণ করে। উক্ত খেলায় পুলিশ অফিস বিজয়ী হয়।