স্টাফ রিপোর্টার \ উৎসবের বরতা বাজিয়ে, আলো ছড়ানো দ্যুতিতে আলোক উজ্জ্বলতায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জাতীয় পতাকা, ক্রীড়া পতাকার উচ্ছলতায় পত পত করে উড়া আর বেলুন ফেস্টুন এর মধুরতায় আলো ঝলমলে উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোসনে ইয়াসমিন করিমী। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, মো: মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পঙ্কজ বর্মন, জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যা আফঈদা খন্দকর প্রাপ্তি, ক্রীড়া ব্যক্তিত্ব খন্দকার আরিফ হোসেন প্রিন্স, কাজী কামরুজ্জামান প্রমুখ। তারুণ্যের উৎসব ২০২৫ পালনের এই শুভ সময়ে উদ্বোধনী খেলায় কালিগঞ্জ ও দেবহাটা বালিকা দল অংশ নেয় এবং দেবহাটা বালিকা দল জয়লাভ করে শেষ হাসি হাসলেন। উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে গোটা জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিশেষ প্রস্তুতি পরিলক্ষিত হয়। প্রতিটি উপজেলার বালক ও বালিকা দল সাত উপজেলার দলগুলোকে প্রস্তুতি এবং অংশ গ্রহণ এক ধরনের উৎসব বিরাজ করছিল। জেলা শহর সহ বিভিন্ন উপজেলা হতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ও খেলা দেখেন। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সংশিষ্ট এবং সম্পৃক্ত এবং আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।