স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি মাসব্যাপী বিশেষ গ্রাহকসেবা ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “গ্রাহক সেবায় নতুন মাত্রা সমৃদ্ধ হবে অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে মঙ্গলবার বিকালে ব্যাংকে অত্র শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে গ্রাহক সেবা ক্যাম্পাইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাস্টর্ সিকিউরিটি ব্যাংকের খুলনা আঞ্চলিক প্রধান মোঃ আহমেদ আশিক রাজি। তিনি বলেন, ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংক আস্থাশীল প্রতিষ্ঠান। এখানে গ্রাহকদের আমানত সব সময় সুরক্ষিত থাকে। আমানত সংগ্রহের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হয়। শরীয়ত অনুযায়ী আমানত সংগ্রহ করা হয়। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সহিত সেবা প্রদান করে যাচ্ছে। আপনারা কারোর কথায় বিভ্রান্তি না হয়ে ফাস্টর্ সিকিউরিটি ব্যাংকের সেবা গ্রহণ করুন। ফাস্টর্ সিকিউরিটি ব্যাংকে লেনদেন করার জন্য গ্রাহককে উৎসাহিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির মোঃ নুরুল হুদা,খুলনা জোনের সহকারী আঞ্চলিক কর্মকর্তা মাহফুজুল ইসলাম, সাবেক সিভিল সার্জন প্রফেসর ডাঃ এস জেড আতিক, জেলা শিক্ষা অফিসার আলহাজ্ব মুহাদ্দিস আবুল খায়ের। এ ছাড়া বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক ব্যাংকার আব্দুর রহিম, প্রবাসী আবু সালাম প্রমুখ। এসময় ব্যবসায়ী, সুধী সমাজের নেতৃবৃন্দ, ব্যাংকের কর্মকর্তারা,উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে মোনাজাত পরিচালনা সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার শিক্ষক মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান।