স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। “এক ভুবন এক ভাষা চাই সার্বজনীন ইশারা ভাষা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন, প্রত্যেক মানুষের প্রতিটি ভাষা শিক্ষা নেওয়া উচিত। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সম্পদে পরিণত করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক এম রফিক, আবুল কালাম আজাদ, তাহিরুন নাহার, দীপা রানী মন্ডল, এনজিও প্রতিনিধি শ্যামল বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান। এর পূর্বে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।