স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ ইমতিয়াজ চৌধুরী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধাঃ সম্পাদক শিক্ষক শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান রনি,মহিনী তাবাসুম। বক্তারা বলেন, দেশটা আমাদের সবার। এদেশে কোন প্রকার বৈষম্য থাকবে না। প্রত্যেক মানুষের সমান অধিকার দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করতে হবে। দীর্ঘ সংগ্রামের পর চূড়ান্তভাবে এই দিন বিজয় এনেছিল মুক্তিযোদ্ধারা। দেশকে সমৃদ্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আজীবন মনে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সর্বদা সত্যের পথে থাকতে হবে। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিঃ জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মঈন, অতিঃ পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এর পূর্বে শহিদ আব্দুর রাজ্জাকের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।