স্টাফ রিপোর্টার: “আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা” শীর্ষক তিন দিন ব্যাপী কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছেন। বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শহরের মোজাফ্ফর গার্ডেনে অনুষ্ঠিত প্রতম দিনের কর্মশালায় সাংবাদিকতার বহুবিধ মাধ্যম, জনস্বার্থে সাংবাদিকতা, বস্তুনিষ্ঠতা, অনলাইন সাংবাদিকতাসহ সংবাদপ্রেরণ, প্রকাশ, বাস্তবধর্মী সাংবাদিকতা, উপকূলীয় জনপদের প্রকৃতির নিষ্ঠুরতা সহ বহুবিধ বিষয়ের উপর অত্যন্ত তথ্য বহুল, হৃদয়গ্রাহী, সাবলিলভাবে আলোকপাত করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার ও কর্মশালার অন্যতম প্রশিক্ষক নূর ছিদ্দিকী এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা। সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর, আনন্দঘন পরিবেশে প্রথম দিনের কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা বিশেষ অভিজ্ঞতা সঞ্চার করা সহ নতুন ধারায় সম্পৃক্ত হওয়ার ক্ষেত্র বিনির্মান করেছেন এমন মন্তব্য করেছেন কর্মশালায় অংশ নেওয়া গণমাধ্যম কর্মীরা।