স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বুনিয়াদ মাইলেস্টোন স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠান ও আনন্দযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় বুনিয়াদ চত্বরে বুনিয়াদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক নওশাদ আলম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, নিয়মমাফিক পড়ালেখার মাধ্যমেই শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্টের জন্য দরকার গোছালো পড়ালেখা। নিয়মাবর্তিতা ফলো করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। মেধা অবশ্যই একটা ফ্যাক্ট তবে পরিশ্রম, নিয়মানুবর্তিতা প্লান করে পড়লে সব সম্ভব। বুনিয়াদ স্কুল এন্ড কলেজের মঙ্গল কামনা করি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম, শহীদ স্মৃতি কলেজের সাবেক উপাধাক্ষ এস এম ওবায়দুল্লাহ গযনোফার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, মাকসুদ খান, শিক্ষক আব্দুর রহিম, আহসান হাবীব, আলমগীর হোসেন, লাবনী রায়, নাসিমা বেগম, হুমায়ুন কবির, তহিদুর রহমান, শারমিন আক্তার, নাজমা পারভিন প্রমূখ। এছাড়া স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল আলম রিজভী।