স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে জমি ও বাঁশ গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, কেউ গৃহীন থাকবে না বঙ্গবন্ধু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। তিনি শুধু ভূমিহীনদের জন্য ঘরের ব্যবস্থা করেনি জমিও দান করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন। তিনি আরো বলেন, জেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহীন পরিবার বাছাই করা হয়েছিল। এর মধ্যে ৩২২৭টি পরিবারকে গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ সারাদেশে উপকার ভোগীদের মাঝে জমি ও ঘর হস্তর করবেন। সাতক্ষীরা জেলায়ও ৩৬৪ জন ভূমি ও গৃহীন পরিবার নতুন ঘরে উঠবেন। এর মধ্যে সদর উপজেলায় ৪০, কালিগঞ্জ উপজেলায় ১১৭ টি ও আশাশুনি উপজেলায় ২০৭ টি মাঝে বাঁশ গৃহ হস্তান্তর করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, আর ডিসি কৃষ্ণা রায় সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।