বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ‘মাই গভ’ অনলাইন সেবা উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলায় এ টু আই কর্তৃক এন্ড টু এন্ড ডিজিটালাইজড প্রশিক্ষণ বাস্তবায়ন শেষে “মাই গভ” অনলাইন সেবা উদ্বোধন করা হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির হিসেবে কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন। তিনি বলেন, সরকারের সেবা গ্রহণ করতে নাগরিকদের বিভিন্ন সময় দুর্ভোগ পোহাতে হয়। একদিক অর্থনীতি ক্ষতি অন্য দিকে সময়ের ক্ষতি হয়।সরকারের সেবা জনগণের নির্বিঘ্নে গ্রহণের জন্য মাই গভ চালু করেছেন। এটি সঠিকভাবে কাজে লাগাতে পারলেই ভীষণভাবে উপকৃত হবেন। এখান থেকে প্রাথমিকভাবে ৩০টি সেবা প্রদান করা হবে। বাকি সেবাগুলি পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন। প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে সেবা গ্রহণের জন্য আপনারা আবেদন করবেন। যথা সময়ে আপনাদের সেবা পেয়ে যাবেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ রহীম, যুগ্ম সচিব, জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা মোহাম্মদ খোরশেদ আলম খান। উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস প্রমুখ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, স্টেক হোল্ডারা উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় মূল বিষয়বস্তু পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিনিয়র সহকারী সচিব মোঃ তানভীর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com