স্টাফ রিপোর্টার \ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশের অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরাতে অত্যন্ত আনন্দ, উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আনন্দ আয়োজনে করা হয়েছে নামাজ আদায়। গত সোমবার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগন এবং সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকল মুসল্লিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বলেন সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে আত্মশুদ্ধি, সহনশীলতা, সহমর্মিতা অর্জন করতে পেরেছি তা আগামী দিনগুলোতে ধরে রাখার মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করব। এছাড়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পবিত্র আল কুরআনের অনুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুখী সমৃদ্ধময় রাষ্ট্র হিসাবে বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যশা ব্যক্ত করেন। এবারে রমজান ও ইদকে কেন্দ্র করে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা নিরাপত্তার বলয়ে রেখেছিল জেলাকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব শ্রেনি পেশা মানুষের জন্য সুন্দর সোহার্দ্যপূর্ন ও শান্তিপূর্ণ পরিবেশ এবারের ঈদ উল ফিতরের অন্যতম উপহার। রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ ভুলে, সম্প্রীতি, আবেগ, অনুভূতি, মানবতার অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে ইদের নামাজ পরবর্তী কোলাকুলির মধ্য দিয়ে। উচু নিচু, ধনী গরীর, সমতা অসমতার ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে মধুর আলিঙ্গনের মাধ্যমে মুসলিম জাতি যে একে অপরের অবিচ্ছেদ্য অংশ, একে অপরের ভাই ভাই তার স্পষ্ট প্রতিচ্ছবি ফুটে ওঠে। ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় পরবর্তী খুৎবা সহ মুসলিম উম্মাহ বিশেষ করে ফিলিস্তিন সহ অন্যান্য মুসলিম দেশে নির্মম নির্যাতন, গণহত্যা, বর্বরতার শিকার তাদের জান—মালের নিরাপত্তা, শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইদের নামাজে ইমামের দায়িত্ব পালন করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি আবদুল খালেক।