স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় র্যাংকস ফার্মাসিটিক্যাল লিমিটেডের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন ও সাতক্ষীরা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির আয়োজনে ও র্যাংকস ফার্মাসিটিক্যাল লিমিটেডের সৌজন্যে জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সহ—সভাপতি ডা. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের সহ—সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এ সময় তিনি বলেন, র্যাংকস ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ভালো মানের কোম্পানি। উন্নত প্রযুক্তির মাধ্যমে ঔষধ বাজারজাত করা হয়। বর্তমানে ইউরোপ এবং জাপান থেকে কোম্পানির মেটেরিয়ালস আমদানি করা হয়। এই কোম্পানির ঔষধ গুনেও মানে ভালো। কোম্পানির সমৃদ্ধি কামনা করি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুফান ডেন্টাল ক্লিনিকের ডা. তাজনাহার (বিডিএস), র্যাংকস ফার্মাসিটিক্যাল লিমিটেডের ডাইরেক্টর সেলস জিএম রবিউল ইসলাম, র্যাংকস ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহকারি ম্যানেজার মোল্যা রাজিব আহমেদ, জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা ডা. এস.এম আসলাম গনি। এসময় সাতক্ষীরা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির ডাঃ তাজুল ইসলাম, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ দীপক কুমার জোয়াদ্দার, ডাঃ বিজন কুমার সরকার সহ র্যাংকস ফার্মাসিটিক্যাল লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী ও জেলার বিভিন্ন দন্ত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু। সেমিনারে দন্তরোগের চিকিৎসক সেবা প্রদান এবং জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।