স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।জেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সমিতির সহ—সম্পাদক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ সোহেল রানা। তিনি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সাগর হোসেন, রসুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, এ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবাশশেরুর রহমান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, এসএম নাজমুস শাহাদাত। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস। উদ্বোধনী খেলায় কলারোয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বনাম শ্যামনগর নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। খেলায় কলারোয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।