স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, দেশে চলছে কনকনে শীত। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের তীব্রতায় অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হচ্ছে। এসব অসহায় মানুষের কষ্ট লাঘব করতে জেলা পুলিশের এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা। মানব সেবা মানে স্রষ্টার সেবা। প্রত্যেক মানুষকে ভাল কাজ করার চেষ্টা করতে হবে। পুলিশ জনগণের বন্ধু। আপনাদের যেকোনো সমস্যা হলে পুলিশের সহযোগিতা নেবেন। জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দিন মোল্লা, ডি আই ও১ মোঃ ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন, মোঃ মোক্তার হোসেন প্রমূখ। এছাড়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম।