দৃষ্টিপাত রিপোর্ট \ শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় অতিক্রম করছে ক্রেতারা। দুয়ারে কড়া নাড়ছে খুশির ঈদ, আর তাই প্রস্তুতির শতভাগ ঠিকঠাক রাখতেই শেষ মুহূর্তের কেনাকাটা পবিত্র রোজা ত্রিশটি না ঊনত্রিশ হবে এমন আলোচনার মাঝেই চলছে ঈদ প্রস্তুতি। চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ পালন করার মহানিয়মই বলে দেবে ঈদুল ফিতর সোমবার না মঙ্গলবার। সাতক্ষীরার ঈদ কেনাকাটায় পুরো রোজার মাসই বিপনী বিতান গুলোতে ভিড় দেখা গেছে। সাতক্ষীরা শহরের শপিংমল গুলোর উল্লেখযোগ্য অংশ রং বেরং এর আলপনা আর ডেকরেশনে সেজেছে। বিপনী বিতানগুলোর প্রবেশ পথে বড় বড় গেইট নির্মাণ করা হয়েছে। আবার বহু বিপনী বিতানে আলোকসজ্জা করা হয়েছে। রোজার শুরুর প্রথম সপ্তাহ থেকে সাতক্ষীরায় ঈদ কেনাকাটা শুরু হলেও দৃশ্যতঃ পুরো মাত্রায় ঈদ কেনাকাটা শুরু হয় পনের রোজার পর। ঈদ কেনা কাটায় পুরুষের পাশাপাশি মহিলাদের ব্যাপক উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। সাতক্ষীরা শহরের থানা সড়কই ক্রেতাদের পদচারণায় মুখরিত। পাকাপুল সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় ক্রেতারা স্বস্তিতে বিচরণ করতে পারছে। ঈদ বাজারে যানজটের প্রভাব নেই। নতুন পোশাকের মাধ্যমেই ঈদ উদযাপন পূর্ণতা পায়। সাতক্ষীরা ঈদ কেনাকাটা বাজার পরিদর্শনে দেখা গেছে প্রতিটি বিপনী বিতান সহ ফুটপথের ট্যং দোকান গুলোতে ভিড় আর ভিড়। ক্রেতা বিক্রেতাদের দরকষাকষির চিত্রও থেমে নেই। সকলের লক্ষ্য পছন্দের পন্যটি গ্রহণে। বিক্রতাদের সাথে কথা বলে জানা গেছে গত কয়েকদিন যাবৎ শিশুদের নতুন পোশাক ব্যাপকভাবে বিক্রি হয়েছে বর্তমান সময়ে মহিলাদের থ্রি পিচ, সান্ডেল এবং প্রসাধনীর বিক্রি বৃদ্ধি পেয়েছে। গতকাল ঈদ বাজার পরিদর্শনে বিশেষভাবে দেখা গেছে মহিলাদের বিভিন্ন ধরনের প্রসাধনীর বিক্রির ব্যাপক প্রসার, শহরে প্রতিষ্ঠিত কসমেটিক্স দোকানের পাশাপাশি থানা সড়কের ভ্রাম্যমান কসমেটিক্স দোকান গুলোতে উপচে পড়া ভিড়। জুতার চাহিদাও বিশেষভাবে লক্ষণীয়। শহরের জুতার দোকান গুলোতে ভিড়ের শেষ নেই। ঈদের নামাজের জন্য নতুন পাঞ্জাবির পাশাপাশি মানানসই সান্ডেল জুতা চাই আর তাই শেষ দিকে জুতার দোকান গুলোতে ভিড় লেগেই থেকেছে। ঈদে আতর, সুরমার ব্যবহার বহুযুগের জেলা শহরের থানা রোডে খুচরা ও পাইকারী দরে বিক্রি হওয়া আতর, সুরমার বিক্রিও বেড়েছে ব্যাপক। ঈদের বাজারে বরাবরের ন্যায় এবারও টুপির বাজার বেশ উচ্ছ্বল। পাইকারী ও খুচরা মূল্যে টুপি বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা হতে ঈদ কেনাকাটায় শহরে ফিরছে ক্রেতারা। শহরের ইটাগাছা হাটের মোড়, খুলনা রোড আর নিউমার্কেট মোড়ে যাত্রীবাহি যানবাহনগুলো এসে ফাঁকা হচ্ছে। যাত্রীরা সব নেমে যাচ্ছে ঈদ কেনাকাটায়। কেবল যাত্রীবাহী যানবাহনে চেপে নয় ক্রেতারা মফস্বল এলাকা হতে মোটরসাইকেল, মাইক্রো, ইজিবাইক, মহেন্দ্র এবং ভ্যানযোগে আসছে। দৃশ্যত: সবস্রোত মিশেছে ঈদ কেনাকাটা বাজারে। কেবলমাত্র নতুন পোশাক নয় গৃহিনীদের ঈদ প্রস্তুতিতে ইলেকট্রনিক্স সামগ্রী ফিরিজ, টিভি, এসি, ঘর সাজানো সামগ্রী, আবার আসবাবপত্র, ফার্ণিচার কতকিছু সব কিছুরই প্রস্তুতি চোখে পড়ার মতো, শহরের ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান গুলোতে বিশেষ ভিড় লক্ষণীয়। সাতক্ষীরা শহরের পাশাপাশি কলারোয়া, পাটকেলঘাটা, তালা, দেবহাটার পারুলিয়া সখিপুর, কুলিয়া, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগরের হাটবাজার গুলোতে শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় অতিক্রম করছে ক্রেতারা। সাতক্ষীরা শহরের বিপনী বিতাণ সহ সপিংমল গুলোতে নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে লক্ষণীয়, নিরাপত্তার সাথেই ক্রয় বিক্রয় চলছে।