স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে রোববার সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান বাবু, মোফাসসিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, মোহিনী তাবাসসুম প্রমূখ। ঋদ্ধ উল্লেখ্য ১২ কিলোমিটার দীর্ঘ এই রেসে নানা শ্রেণি—পেশার মানুষ অংশ নেন। এখানে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধারাভাষ্যকার অলিউল ইসলাম।