বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাতক্ষীরায় সিক্স—এ—সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে সিক্স—এ—সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে নিয়ে মঙ্গলবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় তিনি বলেন, ক্রিকেট খেলা আমাদের মধ্যে দেশ প্রেম জাগিয়ে তোলে এবং আমাদের একত্রে দাঁড়াতে শেখায়। সাতক্ষীরায় ভালো ক্রিকেট খেলা তৈরি করতে হবে। তারা যেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, সুন্দরবন ক্রিকেট একাডেমীর পরিচালক মো. আলতাফ হোসেন, জেলা ক্রিকেট কোর্স মোঃ ফজলুর করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী পারভীন প্রমুখ। উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমী এবং তালা ক্রিকেটার একাডেমী। সিক্স—এ—সাইড ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। ফাইনাল খেলায় কুখরালী স্কাই স্পোর্টস এবং সুন্দরবন ক্রিকেট একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কুখরালী স্কাই স্পোর্টস চ্যাম্পিয়ন হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com