স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সুন্দরবন দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেবো না” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন, সুন্দরবন ফাউন্ডেশন, (ধরা), একশন এইড বাংলাদেশ, আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাসরুবা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, সহকারী কমিশনার পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, যুব পরিষদের সভাপতি ইমরান হোসেন, শিক্ষার্থী মাসুদ রানা, এনজিও প্রতিনিধি এড মুনির উদ্দিন, অন স্টোপ প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সুন্দরবন ফাউন্ডেশনের আফজাল হোসেন, বেলা নেটওয়ার্কের মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবনকে আমাদের সংরক্ষণ করতে হবে। সুন্দরবনের বাঘ হরিণ সহ সকল পশুপাখি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। বনজীবীদের নিয়ম মেনে জঙ্গলে প্রবেশ করতে হবে। সুন্দরবন না বাঁচলে আমরা কেউ টিকে থাকতে পারবো না। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সুন্দরবন বাঁচানোর বিকল্প নেই। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাকিবুর রহমান বাবলা।