স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে পৌর নারী সুরক্ষা ফোরামের লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও আরা সংস্থার বাস্তবায়নে পৌর নারী সুরক্ষা ফোরামের সভাপতি ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা মশিদুল হক। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন ও প্রকল্প বিষয়ে অবহিত করেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর নারী সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক রাহাতুল জান্নাত রিমি, ফরিদা পারভীন, পারভিন বেগম, মাসুরা খাতুন, সুস্মিতা দাস প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরা সংস্থার প্রকল্প সমন্বয়কারী আব্দুর রশিদ। অনুষ্ঠান সহযোগিতা করেন প্রকল্প ইভেন্ট অর্গানাইজার সুলতান মাহমুদ , ফিল্ড ভলেন্টিয়ার আব্দুস সাত্তার ও নাসরিন সুলতানা।