স্টাফ রিপোর্টার \ গতকাল সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে যুগনায়ক স্বামী বিবেকানন্দের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বামীজীর ভাস্কর্য উন্মোচন করেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন বাগেরহাটের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দজী মহারাজ। প্রধান অতিথি বলেন, ১৮৯৩ সালে ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে বিশ্বধর্ম মহাসভায় বক্তৃতার মাধ্যমে স্বামীজী পাশ্চাত্য সমাজে সর্বপ্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ সেবা ধর্মের উপর জোর দিয়ে বলেছেন, মানুষের সেবায় ঈশ্বরের সেবা এই মন্ত্র স্বামীজী আমাদের দিয়েছেন। জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যাণার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি ডাঃ সুশান্ত ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি নয়ন কুমার সানা, সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, মাধব চৈতন্য ব্রহ্মচারি, জেলা মন্দির সমিতির সহসভাপতি এড. তারক চন্দ্র মিত্র, সারদাসংঘের সভাপতি কল্যাণী রায়, সমাজকর্মী দীলিপ চ্যাটাজী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা শাখার পক্ষ থেকে অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।