স্টাফ রিপোর্টার \ “বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি” এই অমরবাণীকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো যুগনায়ক স্বামী বিবেকানন্দ’র ১৬২তম জন্মোৎসব। এই উৎসবে অংশ নিয়ে আলোচকরা বলেছেন স্বামী বিবেকানন্দের আদর্শ আমাদের হৃদয়ে ধারন করতে হবে। তার পথ আলোকিত পথ হিসাবে আমাদের পাথেয় হয়ে থাকবে। তিনি ধর্মে কোনো বিভেদ দেখেননি। তিনি মানুষে মানুষে ভেদাভেদ দেখেননি। রবিবার পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দির মিলনায়তনে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, সম্মানিত অতিথি ছিলেন জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা দীনবন্ধু মিত্র। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক তপন কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, নয়ন কুমার সানা, অধ্যক্ষ নির্মল কুমার দাশ, প্রাণকৃষ্ণ সরকার, কল্যাণী রায়, স্নিগ্ধা নাথ, শীলা অধিকারী, তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ। এর আগে রাত ১২.১ মিনিটে বিবেকানন্দের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন, রামকৃষ্ণ মন্দির ও ধ্যানঘরে বিশেষ প্রার্থনা সভা ও অতিথিবৃন্দ প্রদীপ জ¦ালিয়ে বিকেল চারটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে Vivekananda Human Centre & Sova Foundation, London এর সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ।