স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় আলোচনা সভা,বৃক্ষরোপণ বৃক্ষ-বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক বন দিবস ২০২৪ পালিত হয়েছে। “উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন” এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সামাজিক বন বিভাগের যশোর আয়োজন ও সাতক্ষীরার ব্যবস্থাপনায় গতকাল সকাল ৯ টায় সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, গাছের পাঠশালার পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন, বাবুলিয়া সেবা সংসদের সভাপতি মোঃ কাওছার আলী,ফরেস্টার মোঃ আওছাফুর রহমান, মোঃ ইউনুস আলী, এফ জি মোঃ রিজাউল করীম, মোঃআয়ুব আলী, এসএফএনটিসি মোঃ রাহুল হোসেন, এসএফপিসি মোঃ আবুল কালাম, পিরামিন ইসাক। সমাপনী বক্তব্যে বন বিভাগের কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বেশি করে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করুন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা খালি জমি ফেলে রাখবেন না। বাড়ির পার্শ্ববর্তী খালি স্থানে শাকসবজি লাগাতে পারেন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। পরে স্কুলের শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ চারা বিতরণ করা হয়। অনুরূপ সাতক্ষীরা সামাজিক বন বিভাগের মধ্যে বৃক্ষরোপন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।