মীর আবু বকর \ বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি প্রাণের সংগঠন। দীর্ঘ চাকরি জীবন শেষ করে এই সংগঠনে যুক্ত হতে হয়। চাকরি শুরু করলেই এক সময় বাধ্যতামূলক আপনাকে অবসরে যেতে হবে। দায়িত্বে থাকা অবস্থায় যতোটুকু সম্ভব মানুষের কল্যাণে কাজ করতে হবে। মনে রাখবেন আমি আপনাদের আপনারা আমার। আপনাদের উপকারার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। চেক বিতরণের পূর্বে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত সকল কর্মচারীদের নববর্ষের ক্যালেন্ডার ও শীতবস্ত্র হিসাবে কম্বল প্রদান করেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধাঃ সম্পাদক ও সাবেক অধ্যাপক মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র সমিতির সাধাঃ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি তৌহিদুর রহমান, শেখ আইয়ুব আলী, কোষাধাক্ষ আব্দুল সাত্তার, সদস্য যথাক্রমে আব্দুল মজিদ, কাজী আরিফুর রহিম, কাজী আমজাদ বারি, আবুল কাশেম, মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মোঃ আশরাফ হোসেন, এস এম মমতাজ হোসেন, দুলাল চন্দ্র, মেঘনাথ সাহা, শুকুর আলী সহ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য এ সময় সমিতির ৬৩ জন সদস্যের মাঝে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, জরুরী চিকিৎসা, কন্যা বিবাহ খাতে ৩ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।