স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের রাতের আধারে কালী প্রতিমা ও নির্মাণাধীন সরস্বতী প্রতিমা ভাঙচুর হওয়া প্রতিমা শিল্পী রঞ্জন কুমার নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। গতকাল বিকালে আগরদাঁড়ী পাল পাড়ায় ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পীর কারখানায় যান এবং তার সাথে কথা বলেন। রঞ্জন কুমার কুমার পালকে আর্থিক সহায়তা দেন। গত বৃহস্পতিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দসহ তার প্রতিনিধি দল ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্থ সাথে কথা বলেন প্রতিনিধি দল। রাতের কোন এক সময়ে এ ভাঙচুর চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যক্ষ শিবপদ গাইন, পৌর আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ কুমার আচার্য্য, অসীম কুমার সোনা প্রমুখ।