স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রিয় করা হচ্ছে।”মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার”এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ মহান স্বাধীনতা দিবসের দিন সকাল হতে প্রাণিজ পুষ্টির সমাহার বিক্রয় করা হবে। সকালে শহরের সঙ্গীতা মোড়ে জেলা প্রাণিসম্পদ গেটের সামনে। এখানে প্রতি কেজি মাংস ৬৭০, দুধ প্রতি লিটার ৭০ ও ডিম প্রতি হালি ফার্মের ৩৬ টাকা দরে বিক্রি করা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রাণিজ পুষ্টির সমাহারের মূল্য কমানোর জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে কয়েক বার মিটিং হয়েছে। ব্যবসায়ীরা অধিক দামে পণ্য কিনছেন বলে দাবি করে আসছে। তারা কোন ভাবেই দাম কমাতে চায়না। অবশেষে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রিয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে গ্রাহকে চাহিদা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে।