সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক হিসেবে বিবেচিত। জেলার বিশলক্ষাধীক জন সাধারনের যাতায়াত ও যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। অন্যতম জনবহুল এবং অর্থনৈতিক সমৃদ্ধির জেলা হিসেবে বিশেষ ভাবে পরিচিত সাতক্ষীরা। আমাদের দেশের অর্থনীতিতে বিশেষ ও কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে সাতক্ষীরা। এই জেলার অর্থনীতির অন্যতম মাধ্যম চিংড়ী শিল্প। প্রতিবছর সাতক্ষীরার চিংড়ী বিশ্ব বাজারে রপ্তানী পরবর্তি দেশ শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে। সাতক্ষীরার চিংড়ী বাজারজাতকরন ও বিদেশে রপ্তানী করতে যে সড়কটি ব্যবহৃত হয় সেই সড়কটির নাম সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক। আমাদের দেশের অপরাপর জেলা গুলোর মধ্যে সাতক্ষীরার পরিচিতিরও শেষ নেই। আমাদের এই সমৃদ্ধশালী জেলার একমাত্র যাতায়াত ও যোগাযোগের মাধ্যম সড়ক পথ। সাতক্ষীরার নৌপথ বা রেল পথ নেই। বিমান পথ ও নেই। দীর্ঘদিন যাবৎ সরকারের পরিকল্পনা ও সরকারের সিদ্ধান্ত সাতক্ষীরায় রেল পথ। দীর্ঘদিন যাবৎ সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় সড়ক পথে যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক ভিত্তিক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমাদের দেশে বর্তমান সময় গুলোতে রেল যোগাযোগ, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যথাযথ ও কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। রেল যোগাযোগ ব্যবস্থায় কেবল গতি সঞ্চার করেছে তা নয়। রেল পণ্য বহনে বিপ্লব আনায়ন করেছে। সাতক্ষীরার বাস্তবতায় অবশ্যই রেল যোগাযোগের বিকল্প নেই। সাতক্ষীরার মানুষের সমস্যা এবং সম্ভাবনার বিষয়টি বিবেচনা করে অবিলম্বে সড়ক যাতায়াত, নৌ যাতায়াত এবং রেল পথের উন্নয়ন ও বাস্তবতার বিকল্প নেই।