তালা প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জেলায় যোগদানের পর তালা থানা পরিদর্শন করেছেন। শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি তালা থানায় আসেন। এসময় তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান’র নেতৃত্বে পুলিশ সুপারকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তালা থানার চৌকস পুলিশ সদস্যদের দেয়া সশস্ত্র সালাম প্রদর্শন করেন। পরবর্তীতে তিনি তালা থানা কম্পাউন্ডে পুলিশের বিভিন্ন কক্ষ, সংস্কার কাজ চলমান হাজতখানা ও অবকাঠামোগত উন্নয়ন পরিদর্শন সহ আধুনিক উন্নয়ণমূলক কাজের ভূয়সি প্রশংসা করেন। এছাড়া বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তালা থানা পুরদির্শনের অংশ হিসেবে পর্যায়ক্রমে থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পত্র পর্যালোচনা করেন এবং তালা থানার ব্যারাক পরিদর্শন করেন। একইসাথে ব্যারাকে চিকিৎসাধিন থাকা দুর্ঘটনায় আহত কনস্টেবল কামালের চিকিৎসার খোঁজখবর নেন। তালা থানা পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্যদের ব্রিফিং রোল কল নেন এবং অধস্থন পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের তালা থানা পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে পুলিশ সুপারের থানা পরিদর্শন উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, তালা থানা জামে মসজিদের ইমাম মো. বেলাল হোসাইন।