স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পিকে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের চৌরঙ্গী মোড়ে হোটেল অরণ্য বিলাসে ড. রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, আহম্মদ আলী সরদার, প্রকৌশলী কবির উদ্দিন, প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, এডঃ মোসলেম আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সরফরাজ নেওয়াজ খান অর্প প্রমূখ। উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিকে ইউনিয়ন ক্লাবের সাবেক খেলোয়াড়, লাল্টু, তুহিন, মারুফ খান শামীম, অলিউর রহমান, মেহেদী আলী সুজয় সহ বিভিন্ন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠনবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুকে সভাপতি, আহম্মদ আলী সরদারসহ ১০ জনকে সহ-সভাপতি ও নাসিম ফারুক খান মিঠু সাধাঃ সম্পাদক এবং সরফরাজ নেওয়াজ খান অর্পকে যুগ্ম সাধাঃ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আ.ম আক্তারুজ্জামান মুকুল।