বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের জনসাধারনের অধিকাংশই কৃষি এবং কৃষি উৎপাদনের সাথে জড়িত। আবহমান কাল যাবৎ আমাদের দেশের কৃষি কেবল এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বা জীবন জীবিকার মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে তা নয় আন্তর্জাতিক বিশ্বে ও আমাদের দেশের কৃষি ব্যবস্থাপনা কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। আমাদের দেশের পরিশ্রমী কৃষকরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে যে সোনার ফসল উৎপাদন করে উক্ত সোনার ফসল অর্থাৎ খাদ্য শষ্য বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জনের পাশাপাশি বিশ্ব ব্যবস্থায় লাল সবুজের বাংলাদেশকে বিশেষ সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে। দেশের অন্যতম সম্ভাবনাময় কৃষি উৎপাদন মুখি ও কৃষি নির্ভর জেলা হিসেবে সাতক্ষীরার পরিচিতির শেষ নেই। আমাদের দেশের কৃষি উন্নয়নে, উৎপাদনে এই জেলা বিশেষ এবং কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। সাতক্ষীরা জেলা দৃশ্যতঃ দীর্ঘ দিন যাবৎ শষ্য ভান্ডার জেলা হিসেবে সাতক্ষীরা পরিচিতি পেয়ে আসছে। সাতক্ষীরার কৃষি উৎপাদন অতীতের অপেক্ষা বর্তমান সময়ে কোন অংশে কম নয়, কিন্তু আধুনিক যন্ত্রচালিত উৎপাদন মুখি ব্যবস্থাপনায় যে ভাবে কৃষি উৎপাদন হওয়ার কথা সে ভাবে হচ্ছে না। আর এ জন্য সাতক্ষীরা কৃষি দপ্তরের যথাযথ দায়িত্বশীলতা অনুপস্থিত এর বিষয়টি দিক নির্দেশ করছে। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল সাতক্ষীরার কৃষি উৎপাদন ও কৃষি কর্মকর্তাদের দায়িত্বশীলতা বিষয়ে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনটিতে দৃশ্যতঃ বলা হয়েছে জেলা কৃষি দপ্তরের দক্ষ দায়িত্বশীলতার উপস্থিতি প্রয়োজন।