স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলার ছয় শ্রেষ্ঠ চাষীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করলেন কৃষি স¤প্রসারন অধিদপ্তর। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় শহরের খামার বাড়ীতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উপ পরিচালক (ডিডি) নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিনা উর্দ্ধতন কর্মকর্তা ডঃ বাবুল আক্তার। জাকজমক এবং উৎসবমুখর পরিবেশে কৃষকরা পুরস্কার গ্রহন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাত উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি স¤প্রসারন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাগন, পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি ছিল লক্ষনীয়। পুরস্কার বিষয়ে ডিডি নুরুল ইসলাম দৃষ্টিপাতকে জানান কৃষি ও কৃষক বান্ধব সরকার কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষকদের স্বীকৃতি দেওয়ার এবং কৃষকদের সব ধরনের সুবিধা অসুবিধা বিষয়ে বিশেষ ভাবে সতর্ক, তারই ধারাবাহিকতায় কৃষকদের স্বীকৃতি এবং উৎসাহ প্রদানের চেষ্টা। সাতক্ষীরার কৃষকদের জন্য এবং কৃষি উন্নয়ন ও উৎপাদনে জেলা কৃষি দপ্তর নিরলসভাবে কাজ করছে।