দৃষ্টিপাত রিপোর্ট \ দেশের সম্ভাবনাময় কৃষি উৎপাদন জেলা হিসেবে সাতক্ষীরার নাম বিশেষ ভাবে আলেখ্য। যুগ যুগ ধরে সাতক্ষীরার বিস্তীর্ন ভূমিতে ধান, পাট, রবিশষ্য, কাটা খোন্দ সহ বহুবিধ শষ্য উৎপাদন হয়ে আসছে। সা¤প্রতিক বছর গুলোতে সাতক্ষীরায় ব্যাপক ভাবে ধান উৎপাদন হচ্ছে আর উক্ত উৎপাদিত ধানের কল্যানে জেলার কৃষকদের মাঝে বিশেষ স্বচ্ছলতা ফিরেছে। শেষ হওয়া ইরি বরো মৌসুমে সাতক্ষীরায় ব্যাপক ভিত্তিক ধান উৎপাদন হয়েছে উক্ত ধানের কারনে সাতক্ষীরার অর্থনীতিতে বইছে সুবাতাস, সাতক্ষীরার কৃষকরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে সোনার ফসল ফলাচ্ছে প্রতিনিয়ত এমন দৃশ্য সাতক্ষীরায়। সাতক্ষীরায় পরিকল্পিত ভাবে ধান চাষ করলে অবশ্যই ধান উৎপাদনে গতি সঞ্চার ঘটে। ইরি, বরো মৌসুম শেষ হওয়ার পরপরই সেকেন্ড ব্লক থাকে অনেকে দ্বিতীয় ব্লক হিসেবে অবহিত করেন। সাতক্ষীরার কৃষকরা দ্বিতীয় ব্লকের মাধ্যমে ধান উৎপাদন করে থাকে। কিন্তু এবারের সাতক্ষীরার চিত্র সম্পূর্ণ ভাবে ভিন্ন হতে ভিন্নতর। সাতক্ষীরার কৃষি দপ্তরের আগ্রহ এবং পরিকল্পনার ঘাটতির বিষয়টি কৃষকদের অনেকে বলেছেন। আমন মৌসুম অর্থাৎ বর্ষার ধান চাষের পূর্বে ইরিবরো ধান কাটার পরে সেকেন্ড ব্লকের মাধ্যমে কৃষকরা ব্যাপক ভাবে লাভবান হতে পারেন। প্রতি বছর সাতক্ষীরার কৃষকরা বিস্তীর্ন ক্ষেত্রে সেকেন্ড ব্লক এর মাধ্যমে ধান উৎপাদন করলে ও এবারের অর্থাৎ বর্তমান সেকেন্ড ব্লক শুধু হওয়ার সময় শেষ বা আরাম্ভ হলেও সাতক্ষীরার বাস্তবতায় খুব বেশী সাড়া ফেলেনি। সেকেন্ড ব্লকের জন্য কৃষকদের বাড়তি খরচ হিসেবে সেচ ব্যবস্থা কার্যকর রাখতে হয়। সাতক্ষীরার কৃষি দপ্তরের যথাযথ উদ্যোগ সেকেন্ড ব্লকের উৎপাদনকে কাঙ্খিত লক্ষ্যে নিতে পারে। সাতক্ষীরার পাটকেলঘাটা, কলারোয়া ও তালা বরাবরই কৃষি নির্ভর এলাকা। এ সকল অঞ্চলের পাশাপাশি জেলার অন্যান্য উপজেলা গুলোতেও ব্যাপক ভাবে ধান উৎপাদন হচ্ছে। সা¤প্রতিক বছর গুলোতে সাতক্ষীরার হাজার হাজার চিংড়ী ঘেরের লবনাক্ত মাটি পানিতে ধান চাষ হচ্ছে এবং উক্ত লবনাক্ত সহনীয় ধান চাষে সফলতা এসেছে। যতই দিন এবং সময় যাচ্ছে ততোই সাতক্ষীরায় লবনাক্ত সহনীয় ধান চাষের ক্ষেত্র বির্নিমান হচ্ছে। জেলায় ধান সহ অপরাপর কৃষি পন্য উৎপাদনের ক্ষেত্র বিস্তৃত হলেও যে বিষয়টি কৃষকের জন্য সুখের নয় তা হলো শ্রমিক মুজুরী বৃদ্ধি, কৃষি উপকরন সহ চাষাবাদ খরচ বেশী। অন্যদিকে ধান ও চালের দাম আশানুরুপ বৃদ্ধি নয়। পোকা মাকড়ের উৎপাত তো রয়েছেই। নানান ধরনের প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাকের কবলে পড়ে সাতক্ষীরার কৃষি আর কৃষি বলতে মূলতঃ ধান কে বিশেষ ভাবে বুঝাই। যতই দিন যাচ্ছে ততোই সাতক্ষীরার ধান চাষের সাফল্য ছড়াচ্ছে। কৃষকরা মনের আনন্দে ধান রোপন এবং ধান কাটা সেই সাথে শুকনো সেদ্ধ করে চলেছে। ইরি বরো, সেকেন্ড ব্লক আমন (বর্ষার ধান) সব চাষ একাধারে, আর্থিক ভাবে স¤প্রসারিত হোক এই প্রত্যাশা।