স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হিসেবে যোগদান করলেন হোসনে ইয়াসমিন করিমী। নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রথম দিনেই শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক কর্তৃক ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। বিকাল চারটায় সদর উপজেলা শিক্ষা অফিসার আঃ গনির নেতৃত্বে সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান শিক্ষক জাকির হোসেন ও আক্তারুজ্জামান বেলালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আঃ মাজেদ, মনিরুল ইসলাম, পরিমল কুমার সরকার, দেব্রত সরকার, আমিনুর রহমান, আবু সেলিম, আশরাফ আলী, গুলশানারা, শামীমা, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের জেলা সভাপতি আঃ হান্নানের নেতৃত্বে সহকারী শিক্ষকরাও ফুলেল শুভেচ্ছা জানান। এর পূর্বে সকালে নবাগত জেলা প্রাথ: শিক্ষা অফিসার দপ্তরে পৌছালে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল স্বাগত ও ফুলের শুভেচ্ছা জানান।