স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্য স্বাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল বেলা ১১টায় জেলা ডিবি পুলিশের ওসি মো: বাবুল আক্তারের নেতৃত্বে ডিবি পুলিশের টিম নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের অফিস কক্ষে প্রবেশ করেন। পুলিশ সুপার ডিবির টিমের কর্মকান্ডে প্রশংসা করেন। আগামীতে তাদের কর্মতৎপরতা আরো বেগবান করার নির্দেশনা প্রদান করেন। পরে ডিবি পুলিশের টিম পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ডিবি পুলিশ পরিদর্শক মোঃ ফরিদ আহমেদ, তরিকুল ইসলাম, রাজিব আল রশিদ, এসআই ইন্দজিৎ মলিক, এসআই আরিফুর রহমান ফরাজী সহ জেলা ডিবি পুলিশেরা উপস্থিত ছিলেন।