স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নৈশভোজে আপ্যায়িত করলেন। গতকাল রাতে সাতক্ষীরাস্থ পুলিশ লাইনস ড্রিল সেটে উক্ত নৈশভোজ পূর্বে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে স্বাগত বক্তব্য রাখেন। পুলিশ সুপারের আমন্ত্রণে সাতক্ষীরা থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক সাংবাদিক সহ ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত হন। প্রথম মাঘের শীতের রাতে পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে সাংবাদিকদের উপস্থিতি পুলিশ সাংবাদিক মিলন মেলায় পরিনত হয়। পুলিশ সুপার অতি আন্তরিকতার সাথে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাংবাদিক বান্ধব পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় ও স্বাগত বক্তব্য শেষে সাংবাদিকদের নৈশ ভোজের আয়োজন শুরু হয়। সাংবাদিকদের পক্ষ হতে পুলিশ সুপারের এমন সৌহাদ্যপূর্ণ আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।