স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার প্রাক্তন এমএলএ গফুর সাহেবের একমাত্র কন্যা মোছাঃ সেলিনা খাতুন আর নেই। সেলিনা খাতুন গত বুধবার দুপুর ৩টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিলাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০)। তিনি ১ পুত্র, ২ কন্যা, আত্মীয়স্বজন সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার আছরবাদ চট্টগ্রামে শ্বশুর বাড়ি নাছিরাবাদ কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে মরহুমের লাশ নাছিরাবাদ কদম মোবারক মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।